ইলেকট্রনিক মিডিয়া! মিথ্যা প্রচার যেনো আপনাকে জাহান্নামি না বানায়।
ইলেকট্রনিক মিডিয়া!
মিথ্যা প্রচার আপনাকে যেন জাহান্নামি না বানায়,
قَالاَ لِي انْطَلِقْ انْطَلِقْ
তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা আমাকে বলল, চলুন, চলুন।
قَالَ
তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
فَانْطَلَقْنَا
আমরা চললাম,
فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ
এরপর আমরা চিৎ হয়ে শোয়া এক লোকের কাছে আসলাম।
وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ
এখানেও দেখলাম, তার নিকট একজন লোক লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ وَعَيْنَهُ إِلَى قَفَاهُ
আর সে তার চেহারার একদিকে এসে এটা দ্বারা মুখমণ্ডলের একদিক মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে নাসারন্ধ্র, চোখ ও মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলছে।
قَالَ
তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الْآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الأَوَّلِ فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الْجَانِبُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى
অতঃপর অপর পার্শ্বে আবার এভাবে চিরে ফেলা শুরু করে,(প্রথম পার্শ্বের ন্যায়,,,,) দ্বিতীয় পার্শ্বে তিনটি দাগ দেওয়ার পর দেখা প্রথম পার্শ্ব আবার ঠিক হয় হয়ে যায়, (এবার আবার শুরু)
যাইহোক হাদীসের শেষে এটার ব্যখ্যা হলোঃ
.... وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرُهُ إِلَى قَفَاهُ وَعَيْنُهُ إِلَى قَفَاهُ فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الْكَذْبَةَ تَبْلُغُ الْآفَاقَ
আর ঐ ব্যক্তি যার কাছে গিয়ে দেখেছেন যে, তার মুখের এক ভাগ মাথার পিছন দিক পর্যন্ত, এমনিভাবে নাসারন্ধ্র ও চোখ মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল সে হল ঐ ব্যক্তি, যে সকালে নিজ ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চারদিকে ছড়িয়ে পরে।
সহিহ বুখারী, হাদিস নং ৭০৪৭
সংবাদ মাধ্যম, ইউটিউব, ফেইসবুকে যারা মিথ্যা সংবাদ প্রচার করে তারাও এই হাদীসের আওতাভুক্ত।
ফুটনোট,
১.হাদীসটা অনেক বড়ো,
২.হাদীসে পাচ প্রকার ভয়ংকর অপরাধী, এক প্রকার স্বাভাবিক অপরাধী এবং জাহান্নামের দারোগার ভয়াবহতা(মোট সাত প্রকার) আলোচনা করা হয়েছে।
৩.হাদীসে দুটি আশ্চর্য নেয়ামতের আলোচনা করা হয়েছে।
তাই সুযোগ করে হাদীস টা পাঠ করে নিতে পারেন।
এই হাদীস টা থেকে পয়েন্ট আকারে চার মাস জুমার আলোচনা করতে পারবেন ইন শা আল্লাহ।
শেষ কথা,
ইলেকট্রনিক মিডিয়ার আবেগী ভক্তরা বর্তমানে আমাকে আকাশে উড়াচ্ছেন, জমীনে পতিত হওয়ার জন্য আমি পূর্ণ প্রস্তুত ইন শা আল্লাহ।
حسبنا الله ونعم الوكيل
সবাইকে আল্লাহ ভালো রাখেন। আমিন।
লিখেছেন সকলের প্রিয়,
মুফতী আরিফ বিন হাবিব
৩০/১/২০২২
Comments
Post a Comment