ইলেকট্রনিক মিডিয়া! মিথ্যা প্রচার যেনো আপনাকে জাহান্নামি না বানায়।
ইলেকট্রনিক মিডিয়া! মিথ্যা প্রচার আপনাকে যেন জাহান্নামি না বানায়, قَالاَ لِي انْطَلِقْ انْطَلِقْ তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা আমাকে বলল, চলুন, চলুন। قَالَ তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, فَانْطَلَقْنَا আমরা চললাম, فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ এরপর আমরা চিৎ হয়ে শোয়া এক লোকের কাছে আসলাম। وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ এখানেও দেখলাম, তার নিকট একজন লোক লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ وَعَيْنَهُ إِلَى قَفَاهُ আর সে তার চেহারার একদিকে এসে এটা দ্বারা মুখমণ্ডলের একদিক মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে নাসারন্ধ্র, চোখ ও মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলছে। قَالَ তিনি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الْآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الأَوَّلِ فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الْجَانِبُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَ...